নোটিশ ও নিউজঃ

প্রকল্প বাস্তবায়ন কর্মকৌশল


মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও মাশরুম উন্নয়ন উপকেন্দ্র/হর্টিকালচার সেন্টার রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে। প্রকল্প কার্যালয় হতে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে, জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের কর্মকর্তা এবং মাশরুম উন্নয়ন উপকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদেরকে মাশরুম চাষ, বিপণন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষিত করে রিসোর্স পার্সন তৈরি করা হবে। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার, ঢাকা বিভিন্ন মাশরুম উন্নয়ন উপকেন্দ্র ও উদ্যোক্তাদের পিওর কালচার ও মাস্টার মাদার কালচার (টিস্যু কালচারের মাধ্যমে করা) সরবরাহ করে বীজ উৎপাদনে সহায়তা করবে। মাশরুম উন্নয়ন উপকেন্দ্র/হর্টিকালচার সেন্টার মাশরুম চাষে আগ্রহী চাষীদেরকে/উপজেলা থেকে পাঠানো চাষীদেরকে মাশরুম চাষ, বিপণন ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষিত করবে এবং উদ্যোক্তাদেরকে মাস্টার মাদার কালচার ও মাদার কালচার সরবরাহ করবে। উদ্যোক্তাগণ দলভুক্ত মাশরুম চাষীদেরকে তাদের প্রয়োজনীয় স্পন (বীজ) সরবরাহ করবে এবং চাষীদের উৎপাদিত মাশরুম বিপণনে সহায়তা করবে। এছাড়া সাধারণ মাশরুম চাষীদেরও স্পন (বীজ) সরবরাহ করবে। মাশরুম উদ্যোক্তা ও চাষীগণ মাশরুম গবেষণা, উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট কাজে যুক্ত যে কোন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। টিস্যু কালচার, মাস্টার মাদার কালচার, মাদার কালচার, স্পন প্যাকেট এবং বিভিন্ন প্রকার মাশরুম বিক্রয়ের জন্য, সংশ্লিষ্ট এলাকার কৃষি পণ্যের (চারা কলম ইত্যাদি) মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক মূল্য নির্ধারণ করে পরিচালক, হর্টিকালচার উইং এর অনুমোদন নিতে হবে। প্রাথমিক পর্যায়ে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার, ঢাকা বিভিন্ন মাশরুম উন্নয়ন উপকেন্দ্র ও উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পিওর কালচার, মাস্টার মাদার কালচার, মাদার কালচার ও স্পন সরবরাহ করবে।